
ত্রাণবাহী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’ থেকে শত শত অধিকারকর্মীর সঙ্গে ২০ জনেরও বেশি সাংবাদিককে আটক করার ঘটনার ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। খবর আল জাজিরার।আরএসএফ এই আটককে ‘অবৈধ’ বলে নিন্দা করে। সংস্থাটি আরও জানায়, আটক সাংবাদিকরা ‘একটি মানবিক অভিযান’ কভার করার জন্যই জাহাজে ছিলেন।প্যারিস-ভিত্তিক সংস্থাটি জানায়, গত মাসে গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ২০ জনেরও বেশি বিদেশি সাংবাদিক ছিলেন। ইসরায়েলি নৌবাহিনী যখন রাজনীতিবিদ ও অধিকারকর্মীদের বহনকারী নৌকাগুলোকে আটকানো শুরু করে, তখন বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে এই সাংবাদিকরা গ্রেপ্তার হন।সংস্থাটির ক্রাইসিস ডেস্কের প্রধান মার্টিন রু এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, সাংবাদিকদের গ্রেপ্তার করা এবং তাদের কাজ করতে বাধা দেওয়া তথ্য জানার ও জানানোর অধিকারের গুরুতর লঙ্ঘন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com