Sharing is caring!
প্রেমের ফাঁদে ফেলে সাভারে মেহেদী হাসান নামে এক যুবককে ডেকে নিয়ে অপহরণ করেন এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার ওই যুবককে উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- শরিফুল (২৫), জয়নাল (২৫), কাওসার হোসেন কনক (২০) ও আনমনা ওরফে মোহনা।
এর আগে, শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।শনিবার (৪ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেন।আজ এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।তিনি বলেন, অপহরণের শিকার মেহেদীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মোহনা। পরে কৌশলে বৃহস্পতিবার বিকেলে মেহেদীকে ডেকে নিয়ে অপহরণ করেন এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর ভুক্তভোগীর পরিবার থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় মোহনাসহ চারজনকে আটক করে এবং অপহরণের শিকার মেহেদী উদ্ধার করে। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে।তিনি আরও বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে।
৩৩ পড়েছেন