• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কোতোয়ালী মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫
কোতোয়ালী মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর

Sharing is caring!

কোতোয়ালী মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন খন্দকার মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ (পিপিএম-সেবা) স্বাক্ষরিত এক আদেশে তিনি কোতোয়ালীতে যোগদান করেন।রবিবার (৪ অক্টোবর) বিকেলে তিনি যোগদান করেন।এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া (পুলিশ সুপার’ পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে, ১০ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হককে বদলি করা হয়েছে। পরবর্তীতে তাকে বদলী করা হলে দীর্ঘদিন এই থানায় ওসির পদটি খালি ছিল।

২৩ পড়েছেন