
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। এদিন প্রথমার্ধে রক্ষণভাগের ভুলে গোল হজম করে ব্রাজিল। কিন্তু দারুণ লড়াইয়ের পর শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানে ড্র করে ফাইনালে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।শনিবার (৪ অক্টোবর) আসুনসিওনে ম্যাচের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের জন্য। প্রথমার্ধে রক্ষণভাগের ভুলে গোল হজম করে তারা। ভেনেজুয়েলার পক্ষে জোসে গাম্বোয়া গোল করে দলকে এগিয়ে নেন। তবে পিছিয়ে পড়েও হার মানেনই গিলহার্মে ডাল্লা ডেয়ার শিষ্যরা।অ্যালানের নেয়া কর্নার থেকে ডিফেন্সে তৈরি হওয়া বিশৃঙ্খলায় আত্মঘাতী গোল হজম করে ভেনেজুয়েলা। তাতেই ১-১ সমতায় শেষ হয় ম্যাচ এবং নিশ্চিত হয় ব্রাজিলের ফাইনাল স্বপ্ন। এই ড্রয়ের ফলে ‘নর্থ জোন’-এর শীর্ষ দল হিসেবে গ্রুপ পর্ব শেষ করেছে ব্রাজিল।দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণে যায় ব্রাজিল। কিন্তু ভেনেজুয়েলার গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে বারবার হতাশ হতে হয় তাদের। তবুও যোগ করা সময়ে ভাগ্য সহায় হয় সেলেসাওদের।সোমবার (৬ অক্টোবর) আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে প্যারাগুয়ের কার্ডিফে। লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার এই লড়াই ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা তুঙ্গে ফুটবলপ্রেমীদের মাঝে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com