Sharing is caring!
নগরীর সুবিদবাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। বিজিত লাল দাস নামের ওই ব্যবসায়ীর অভিযোগ রাতে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত মিলে তাকে মারধর করে সাথে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। পুলিশ বলছে তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।রবিবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে ফাজিলচিশত এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার বিজিত লাল দাস সুবিদবাজারের এসবি কমিউনিকেশনের স্বত্তাধিকারী। জানা গেছে, বিজিত লাল দাস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন। ফাজিলচিশত এলাকায় আসার পর ৭-৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে। পরে তাকে মারধর করে সাথে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ব্যবসায়ী বিজিত লালের সাথে কথা বলেছে। অভিযোগ নিয়ে বিজিত লাল থানায় আসার কথা। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
২০ পড়েছেন