• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন নারী হাসপাতালে কন্যাশিশু,পালিয়ে গেছেন মানসিকভাবে ভারসাম্যহীন মা

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫
প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন নারী হাসপাতালে কন্যাশিশু,পালিয়ে গেছেন মানসিকভাবে ভারসাম্যহীন মা

Sharing is caring!

এক নারী ফুটপাতে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই জন্ম নেয় এক কন্যাশিশু। পরে মা ও নবজাতককে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু অল্প সময় পরেই চাঞ্চল্যকর খবর—শিশুর মা নেই! হাসপাতাল থেকে পালিয়ে গেছেন তিনি।এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মিটিং শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, রাত ২টার দিকে স্থানীয়রা হোয়াটসঅ্যাপে খবর দেন। সঙ্গে সঙ্গে মা ও শিশুকে হাসপাতালে পাঠানো হয়। পরে জানা যায়, ওই নারী পালিয়ে গেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।এদিকে ফুটপাতে জন্ম নেওয়া নবজাতককে ঘিরে এলাকায় এখন মানুষের ভিড়। নাম-পরিচয়হীন এই শিশুটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে মানবিক আলোড়ন। অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।নিলুফা ইয়াসমিন আরও জানান, শিশুটি বর্তমানে সুস্থ আছে। সকাল থেকেই অনেকেই দত্তক নিতে আগ্রহ দেখাচ্ছেন। আমরা ইউএনও স্যারের সঙ্গে কথা বলেছি। যাচাই-বাছাই শেষে একজন দায়িত্ববান ব্যক্তির কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।

১৯ পড়েছেন