• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককের বাড়িতে অনশন করছেন এক সন্তানের জননী

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককের বাড়িতে অনশন করছেন এক সন্তানের জননী

Sharing is caring!

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন শেখের (৩২) বাড়িতে স্ত্রীর স্বীকৃতি ও বিয়ের দাবিতে অনশন করছেন বিথি আক্তার (৩১) নামে এক সন্তানের জননী। সোমবার (৬ অক্টোবর) থেকে শুরু হওয়া এই অনশন বুধবার (৮ অক্টোবর) পর্যন্তও চলেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী।মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিথির স্বামী প্রায় সাত বছর আগে মারা যান। এরপর পিত্রালয়ে বসবাসরত অবস্থায় তার প্রতিবেশী স্বাধীন শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিথির অভিযোগ, স্বাধীন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং প্রায় ছয় লাখ টাকা নেন। সর্বশেষ গত ১৬ জুলাই রাতে তার পিত্রালয়ে শারীরিক সম্পর্কের ঘটনা স্থানীয়রা টের পেলে স্বাধীন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয়ভাবে সালিশ হলেও সমাধান না পেয়ে বিথি নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা (নং-১২৬/২৫) দায়ের করেন। মামলা করার পরও প্রতিকার না পেয়ে বর্তমানে তিনি স্বাধীন শেখের বাড়িতে টানা দুই দিন ধরে অনশন করছেন।এ বিষয়ে স্বাধীন শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

২৩ পড়েছেন