• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

হোয়াইটওয়াশের তিক্ততা এখনো কাটেনি আফগানিস্তানের,ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫
হোয়াইটওয়াশের তিক্ততা এখনো কাটেনি আফগানিস্তানের,ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে

Sharing is caring!

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের তিক্ততা এখনো কাটেনি আফগানিস্তানের। তবে সেই ব্যর্থতা ভুলে এবার নতুন ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই ওয়ানডে সিরিজে মাঠে নামছে তারা।বুধবার (৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে দুই উইকেট হারিয়ে ২৭ রান। সাইফ হাসান ও তাওহিদ হ্রদয় ব্যাট করছেন।এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করায় এবার ওয়ানডেতেও সুযোগ পাচ্ছেন সাইফ হাসান। এই সংস্করণে আজকের ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে তার।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ।আফগানিস্তানের একাদশ : রহমানুউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সাদিকুল্লাহ আতেল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতি, আল্লাহ গাজনফার ও বশির আহমেদ।

২১ পড়েছেন