• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভায় বক্তারা

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৫
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভায় বক্তারা

Sharing is caring!

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আসন্ন নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর সোবহানীঘাটস্থ সিলেট ট্রেড সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, চেম্বারের নির্বাচন শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, বরং এটি ব্যবসায়ী সমাজের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করে, তাই আগামী নির্বাচনে যোগ্য, অভিজ্ঞ ও সৎ নেতৃত্ব বেছে নেওয়া অত্যন্ত জরুরি। সিলেট চেম্বর অব কমার্সের আগামী নির্বাচনে আমরা সৎ ও নিষ্ঠাবান প্রার্থকে ভোট দিয়ে বিজয়ী করবো যে প্রার্থী ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে। বিগত দিনগুলোতে আমরা দেখেছি অনেকেই নির্বাচিত হয়ে ব্যবসায়ীদের জন্য কাজ করেনি। তারা তাদের স্বার্থ হাসিলের জন্য চেম্বারকে ব্যবহার করেছেন। আগামীতে আমরা এ ধরণের ব্যক্তিকে আর দেখতে চাইনা, যারা নিজেদের জন্য কাজ করে। আগামীর চেম্বার হবে ব্যবসায়ী বান্ধব।
বক্তারা বলেন, চেম্বারে কোন দূর্নীতিবাজের স্থান হবে না। যারা বিগত দিনে চেম্বারকে নানানভাবে বিতর্কিত করেছেন। ব্যবসায়ীরা ঐকবদ্ধ থাকলে আর কোন স্বার্থবাদী ব্যক্তি চেম্বারকে নিয়ে ষড়যন্ত্র করতে পারবে না। চেম্বার হচ্ছে ব্যবসায়ীদের কল্যাণের জন্য।
বক্তারা বলেন, ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ সবসময় ব্যবসায়ীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। এই সংগঠনের সদস্যরা সৎ ও আদর্শবান, তাই আগামী চেম্বারের নির্বাচনেও তারা নিজ নিজ অবস্থান থেকে চেম্বারকে পরিচালনার জন্য সৎ প্রার্থীকেই তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবে।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি শাহ আহমদুর বর, নুরুল ইসলাম সুমন, লুৎফুর রহমান লিলু, মো. ছাদ মিয়া, সহ সাধারণ সম্পাদক আলেক মিয়া, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, জাহাঙ্গীর আলম, রাজু আহমদ, কোষাধ্যক্ষ কয়ছর আলী, প্রচার সম্পাদক ইমরান খাঁন রায়হান, সাহেদ আহমদ, মোস্তাক আহমদ শামেন, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, সহ দপ্তর সম্পাদক আফরুজ আলী, সদস্য তানিমুল ইসলাম, মো. আব্দুল্লা, আব্দুল মন্নান, মকসুদুর রহমান চৌধুরী, আব্দুস সালাম, শোয়েব আহমদ, মজলুর রহমান প্রমুখ।

২০ পড়েছেন