• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহি বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৫
ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহি বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত

Sharing is caring!

যাত্রীবাহি বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চক্রবর্তী জানান, ‘বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পর শাহপুর হরিতলা এলাকায় পৌঁছে অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে উল্টে যায়। স্থানীয়রা এবং পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর হরিতলা এলাকায় ইউনিক পরিবহনে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

১৫ পড়েছেন