
যুদ্ধবিরতি চুক্তি কয়েকদিন না পেরোতেই ইসরায়েলের একাধিক মন্ত্রী গাজায় আবারও পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) আল জাজিরা এই খবর নিশ্চিত করেছে।অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ একটি মাত্র শব্দ লিখে একই ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ!। অন্যদিকে, প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি মন্তব্য করেছেন, যতদিন হামাস থাকবে, যুদ্ধ থাকবেই।অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির তার এক্স-পোস্টে বলেছেন, তিনি চান ইসরায়েলি বাহিনী যেন সর্বোচ্চ শক্তি নিয়ে গাজা উপত্যকায় সম্পূর্ণরূপে যুদ্ধ পুনরায় শুরু করে। ইসরায়েলি গণমাধ্যমে গাজাজুড়ে বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে বলে খবর প্রকাশের পরপরই মন্ত্রীদের কাছ থেকে এই উস্কানিমূলক বক্তব্য আসে।দীর্ঘদিনের সংঘাত ও দুর্ভিক্ষের মাঝে কিছুদিন আগে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছিল হামাস ও ইসরায়েল। তবে ইসরায়েলি মন্ত্রীদের এই ধরনের মন্তব্য তাদের প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর সন্দেহ বাড়িয়ে দিয়েছে।নেতানিয়াহুর মন্ত্রিসভার আরেক সদস্য আভি ডিচটার পরিস্থিতিকে কঠিন ও জটিল বলে বর্ণনা করেছেন এবং হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, সমস্ত জীবিত জিম্মিরা আমাদের হাতে, পরিস্থিতি বদলে গেছে। ইসরায়েল হামাসকে নিরস্ত্র করার ক্ষেত্রে হাল ছাড়বে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com