
স্পিন স্বর্গে’ শুরু থেকেই চাপে পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৯৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার স্পিনারদের ঘূর্ণিতে ধস নামে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে। ১৮.১ ওভার শেষে অতিথিদের সংগ্রহ ৫ উইকেটে ৬৩ রান। জয়ের জন্য এখনও প্রয়োজন ২৩৪ রান, হাতে আছে মাত্র ৫ উইকেট।বাংলাদেশের স্পিন ত্রয়ী নাসুম, তানভীর ও রিশাদ একসঙ্গে বল হাতে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং বিপর্যয়ে ফেলেছেন। টাইগারদের জয়ের জন্য এখন কেবল এই ধারা অব্যাহত রাখাই যথেষ্ট, আর ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রয়োজন এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন।নিজের পরের ওভারেই ফের আঘাত হানেন নাসুম। এবার তার শিকার আকিম অগাস্টে, যিনি তিন বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন।বাংলাদেশের হয়ে ইনিংসের শুরু থেকেই স্পিন আক্রমণে যান নাসুম আহমেদ ও তানভীর ইসলাম। প্রথম সাফল্য আসে নাসুমের হাতেইপঞ্চম ওভারে আলিক আথানজেকে লেগ বিফোরের ফাঁদে ফেলে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন এই বাঁহাতি স্পিনার।স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ে ফেরার চেষ্টা করেছিলেন ওপেনার ব্রেন্ডন কিং। কিন্তু থিতু হওয়ার আগেই তিনিও নাসুমের শিকার হন ১৭ বলে ১৮ রান করে বোল্ড হন এই ডানহাতি ব্যাটার।ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারের ভরসা শাই হোপ, যিনি আগের ম্যাচে একাই দলকে জেতান, আজ পারেননি সেই কৃতিত্ব পুনরাবৃত্তি করতে। মাত্র ১৬ বলে ৪ রান করে তানভীর ইসলামের বলে ফেরেন তিনি।শারেফানে রাদারফোর্ডও যোগ দেন ব্যর্থতার সারিতে। রিশাদ হোসেনের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ১২ রানে বিদায় নেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com