
গণঅভ্যুত্থানের পরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।নুরুল হক নুর লিখেছেন, গণঅভ্যুত্থানের ঐক্য ও সংহতি বিনষ্ট এবং দেশের বর্তমান অনিশ্চিত পরিস্থিতির জন্য আপনি বা আপনারা কাকে বা কাদের দায়ী করবেন?শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তিনি এই পোস্ট দেন।ওই পোস্টে এরই মধ্যে প্রায় ৮ হাজার ৮০০ রিঅ্যাক্ট পড়েছে। কমেন্ট করেছেন এক হাজার ৬ হাজারের ওপরে মানুষ।রবিউল ইসলাম নামে একজন লিখেছেন, সব রাজনৈতিক দল ফেরেস্তা নয়। সবারই কমবেশি দোষ রয়েছে। বিশেষ করে প্রশাসন দলের এককভাবে কাজ করছে, এটাই মেইন সমস্যা।নিয়াজ মাখদুম লিখেছেন, শত শত ছাত্রদের ত্যাগের বিনিময়, একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার পরেও যারা এই দেশের সঙ্গে নিজেদের স্বার্থ মিশিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে, একদিন তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।হালিথ ইকবাল নামে আরেকজন লিখেছেন, যারা ২৪ কে বাপ দাদার সম্পত্তি বানিয়েছে, তারা দায়ী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com