
বাংলাদেশ নারী ফুটবল দল ২০২৬ এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ড সফরে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে । সিরিজের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে হেরে গিয়েছিল আফঈদা খন্দকাররা।প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিতে গত কয়েক দিন ধরে কঠোর অনুশীলন করেছেন কোচ পিটার বাটলার। বিশেষ করে কৌশল ও সেটপিসে দিয়েছেন বাড়তি নজর। দলের সামগ্রিক পারফরম্যান্সে আশাবাদী বাটলার জানিয়েছেন, মেয়েরা লড়াকু মনোভাব নিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুত।বাটলার বলেন, দলে অনেক পরিবর্তন এসেছে। আগের ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে, তাতে আমার কোনো সমস্যা নেই। কিছু ভুল ছিল, সেগুলো নিয়ে কাজ করেছি। তারা ভালো ফুটবল খেলছে। তবে আমাদের প্রত্যাশা আরও বেশি। কিছু ফুটবলার সেরাটা দিতে পারেনি, কিন্তু আমি জানি তারা ঘুরে দাঁড়াবে।সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় ব্যাংককে শুরু হবে দ্বিতীয় ও শেষ ম্যাচটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়, ব্যাংককের চুলালংকর্ন ইউনিভার্সিটি স্টেডিয়ামে।বাংলাদেশের তুলনায় র্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাইল্যান্ড অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ। প্রথম ম্যাচেই সেটার প্রমাণ মিলেছে। তবে কোচ বাটলার জয়ের চেয়ে ভালো ফুটবল খেলাকেই লক্ষ্য হিসেবে দেখছেন।বলেন, এই সিরিজের আগে শেষবার যখন বাংলাদেশ থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল, তখন আমরা ৯ গোল হজম করেছিলাম। তাই বাস্তবতা মেনে চলতে হবে। আমরা এখনো তাদের পর্যায়ের ফুটবল খেলি না। তাদের বেঞ্চের দিকেও তাকান, পুরো একটা টিম পাওয়া যাবে যারা আমাদের থেকেও শক্তিশালী। জয় সবাই চায়, আমিও চাই। তবে আমাদের লক্ষ্য জয়ের চেয়ে ভালো ফুটবল খেলা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com