• ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৫
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

Sharing is caring!

আমি মো. আব্দুল কুদ্দুস, পিতা মো: আব্দুল কাদির, সাং: খাদিমপাড়া ২নং রোড, থানা: শাহপরাণ (রহ:), এসএমপি, জেলা: সিলেট। দীর্ঘদিন থেকে আমি সংবাদপত্র হকার্স সমিতির সাথে জড়িত। বর্তমানে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি সময়ে আমার বাড়ির পাশের কতিপয় কিছু ব্যক্তি খাদিম চা-বাগানের সরকারি জমি জবর দখল করে। বিভিন্ন ব্যক্তির কাছে বেচা-বিক্রি করে আসিতেছে। বিষয়টি নিয়ে আমিসহ গ্রামের যুব সমাজের নজরে আসলে আমরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক সিলেটকে অবহিত করি। পরে উপজেলা নির্বাহী অফিসার সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে দখলবাজদের উচ্ছেদ করে সরকারি বাগানের জমি উদ্ধার করেন। এ সময় আমিসহ এলাকার সামাজিক সংগঠন নবজাগরণ সমাজকল্যান সংস্থার সদস্য পাপলু হোসেন বাবলু, কবির আহমদ ,শরিফ উদ্দিন, হিমেল, আবু বক্কর, জুয়েল আহমদ, নুমান, বাগান শ্রমিক বিবল, বখা, উপজেলার নির্বাহী অফিসারকে অভিযানে সার্বিকভাবে সহযোগীতা করি। উপজেলা নির্বাহী অফিসার দখলবাজদের নাম ঠিকানা সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। কিন্তু গত দুদিন থেকে হঠাৎ করে একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে ও বিভিন্ন ফেইসবুক পেইজে উক্ত জমি দখলের সংবাদ প্রকাশ হয়। কিন্তু সেই সংবাদে উদ্দেশ্য প্রনোদিত ভাবে কে বা কাহারা আমার নাম ও মহানগর সংবাদপত্র হার্কাস সমিতির নামসহ জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে প্রকৃত সংবাদে বিব্রান্তি ছড়ায়। উক্ত সংবাদে আমিসহ প্রতিবাদকারীদের দখলবাজদের সহযোগী বানিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়। মিথ্যা তথ্য দিয়ে প্রকাশ করে আমাদের জবর দখলবাজদের বিরুদ্ধে প্রতিবাদ থেকে বিরত রাখতে মানসিক ভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে একটি চক্রটি। উক্ত জবর দখলকৃত এলাকা নিয়ে এর আগে দৈনিক প্রথম আলো, দৈনিক সমকাল, একাধিক টিভি চ্যানেলে প্রকৃত সংবাদটি প্রকাশ হয়। কিন্তু অনলাইন পত্রিকা ও ফেইসবুকে আমাকে জড়িয়ে এমন তথ্য দেখে শুনে আমি হতবাক হয়ে পড়ি। বিষয়টি আমার মহানগর সংবাদপত্র হর্কার সমিতির সদস্যরা জেনে তারা এর প্রতিবাদসহ নিন্দা জানান। যারা দখলবাজ তাদের আড়াল করতে প্রতিবাদকারীদের বিব্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে আমার সংবাদপত্র ব্যবসা ছাড়া বিকল্প আর কোন ব্যবসা নেই। কিংবা এলাকার কোন দখলবাজদের সাথে আমার কোন সম্পর্কও নেই। আমি সহ আমার ক্লাবের সদস্যরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী করে আসিতেছে। যাহা সরেজমিন খবর গেলে সাংবাদিকগণ জানতে পারবেন। তাই আমি উক্ত সংবাদে আমিসহ আমার যে সকল ক্লাব সদস্যদের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ আনা হয়ে তা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। আমরা এর তিব্র প্রতিবাদ জানাচ্ছি। সংবাদে যাদের বিরুদ্ধে জমি দখল বা বিক্রির অভিযোগ আনা হয়েছে উক্ত চক্রের কিছু সদস্য এক সময় আমার নিজের বসত বাড়ি ও চলাচলে রাস্তা বন্ধসহ জবর দখল করে নিতে আসলে এলাকাবাসীর প্রতিবাদের কারণে তা সম্ভব হয়নি। এরপর থেকে তারা আমাকে নানা ভাবে হয়রানী করে আসিতেছে। আমি অনুরোধ করবো, সাংবাদিক ভাইয়েরা সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য। প্রেসবিজ্ঞপ্তি।

৫০ পড়েছেন