• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আজ শনিবার ৫২ বছরে পা দিলেন

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫
অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আজ শনিবার ৫২ বছরে পা দিলেন

Sharing is caring!

অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আজ শনিবার ৫২ বছরে পা দিলেন। অভিনয়, সৌন্দর্য ও আত্মবিশ্বাসের জন্য সবসময় আলোচনায় থাকা এই তারকা বর্তমানে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন স্বামী অভিষেক বচ্চন এর সঙ্গে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ার ১৯৯৯ সালের একটি সাক্ষাৎকার, যেখানে তিনি ভবিষ্যৎ স্বামীর জন্য যে গুণাবলী আশা করেছিলেন তা খোলাখুলি প্রকাশ করেছিলেন। হিন্দুস্তান টাইমস অনুযায়ী, অনুরাধা প্রসাদের শো লেটস টক-এ সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, তিনি শুধু ‘অসাধারণ সুদর্শন’ হওয়াকেই প্রাধান্য দেন না। তিনি বলেন, সংবেদনশীলতা, বিশ্বাস, সততা এবং হাস্যরস তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি এমন একজন সঙ্গী চান, যিনি আন্তরিক এবং মিশুক স্বভাবের।ঐ সাক্ষাৎকারে প্রেমে পড়েছেন কি না প্রশ্নের জবাবে ঐশ্বরিয়া বলেছিলেন, তিনি প্রেমে পড়েননি, তবে ‘রাইজ ইন লাভ’ করতে চান। ভালোবাসা একটি সংবেদনশীল অনুভূতি, যা দেওয়া ও নেওয়া উভয়ই গুরুত্বপূর্ণ।ঐশ্বরিয়া ও অভিষেক প্রথম একসঙ্গে কাজ করেছিলেন ঢাই অক্ষর প্রেম কে সিনেমায় (২০০০)। পরবর্তীতে তারা কুচ না কহো (২০০৩) ও উমরাও জান (২০০৬) তেও কাজ করেন। তবে তাদের সম্পর্ক গভীর হয় গুরু (২০০৭)-এর সময়। নিউইয়র্কে সিনেমার প্রিমিয়ারের পর অভিষেক প্রস্তাব দেন, যা ঐশ্বরিয়া গ্রহণ করেন। তাদের বিবাহ হয় ২০ এপ্রিল ২০০৭-এ মুম্বাইয়ের বচ্চন পরিবারে। বর্তমানে তাদের একমাত্র মেয়ে আরাধ্যা-এর সঙ্গে তারা প্রায়শই জনসম্মুখে দেখা যায়।ভিডিওটি পুনরায় ভাইরাল হওয়ার পর ভক্তরা আবেগঘন মন্তব্য করেছেন। অনেকেই মনে করছেন, ঐশ্বরিয়া যে গুণগুলোর কথা বলেছিলেন, অভিষেকের মধ্যে সেগুলো সব আছে।

১০৭ পড়েছেন