• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দলে ফিরেই নিজের পুরো সিংহাসনগুলো উদ্ধার করতে শুরু করেছেন বাবর

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫
দলে ফিরেই নিজের পুরো সিংহাসনগুলো উদ্ধার করতে শুরু করেছেন বাবর

Sharing is caring!

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম দীর্ঘদিন টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন । তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছেন তিনি। আর দলে ফিরেই নিজের পুরো সিংহাসনগুলো উদ্ধার করতে শুরু করেছেন বাবর।শনিবার (১ নভেম্বর) রাতে সিরিজ নির্ধারণী ম্যাচে বাবরের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৬৮ রানের ইনিংস। এটি ছিল তার ৪০তম অর্ধশতক। তার ৯ চারের এই ইনিংসই পাকিস্তানকে লক্ষ্য তাড়া করার ভিত গড়ে দিয়েছে।দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১১ রান করে রোহিত শর্মাকে টপকে টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রহকের মুকুট মাথায় উঠেছে বাবর আজমের। এবার তৃতীয় ও শেষ ম্যাচে আরেক ভারতীয় বিরাট কোহলিকে পিছনে ফেলেছেন এই পাক ব্যাটর। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি করার রেকর্ডটাও এখন বাবরের দখলে।দ্রুত কয়েকটি উইকেট হারানোর পরও শেষ দিকে অধিনায়ক সালমান আলী আগার ২৬ বলে ৩৩ রানে ভর করে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাবর আজমের দল। আর ফরম্যাটটিতে সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক এখন বাবর।

টি–টোয়েন্টিতে সর্বাধিক ফিফটি

১️. বাবর আজম (পাকিস্তান) – ৪০
২️. বিরাট কোহলি (ভারত) – ৩৯
৩️. রোহিত শর্মা (ভারত) – ৩৭
৪️.মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) – ৩১
৫️. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ২৯
৬️. জস বাটলার (ইংল্যান্ড) – ২৯

৯৮ পড়েছেন