• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

১৪টি ভারতীয় গরু আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫
১৪টি ভারতীয় গরু আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন

Sharing is caring!

চোরাই পথে আসা ১৪টি ভারতীয় গরু আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ বাঁশতলা বিওপি’র টহলদল ।মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সীমান্ত পিলার ১৪৩৪/এমপি হতে ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার মৌলারপার নামক স্থান থেকে এসব গরু আটক করা হয়। আটককৃত গরুগুলোর সিজার মূল্য ১০ লাখ ৮ হাজার টাকা।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক একে এম জাকারিয়া কাদের বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধসহ সকল অবৈধ কার্যক্রম দমনে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।” আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

পড়েছেন