
ডেনমার্ক সরকার শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এক ঐতিহাসিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটির সরকার ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে এটি একটি যুগান্তকারী উদ্যোগ বলে মনে করা হচ্ছে, যা আগামী দিনে অন্যান্য দেশগুলোকেও প্রভাবিত করতে পারে।ডেনমার্কের ডিজিটাল বিষয়ক মন্ত্রী ক্যারোলাইন স্টেজ বলেন, শিশুদের অনলাইন জীবনে ক্রমবর্ধমান ঝুঁকি, সোশ্যাল মিডিয়া আসক্তি, সহিংস ভিডিও, আত্মহত্যা ও আত্মক্ষতি সংক্রান্ত কনটেন্টের প্রভাব এবং মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।শুক্রবার (৭ নভেম্বর) ডেনমার্ক সরকার জানায়, এই নতুন নীতি অপ্রাপ্তবয়স্কদের অনলাইন নিরাপত্তা জোরদার করবে। হাতে ফোন পেলে এখনকার সন্তানেরা খাওয়া ভুলে যায়, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ প্রবেশের সুযোগে কেউ কেউ অপরাধেও জড়িয়ে পড়ছে। এই উদ্বেগ থেকেই ডেনমার্ক এই কঠোর অবস্থানে যেতে চায়।মন্ত্রী আরও বলেন, ডেনমার্কে ১৩ বছরের নিচে ৯৪ শতাংশ শিশুর অন্তত একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে এবং ১০ বছরের কম বয়সী শিশুদের মধ্যে অর্ধেকেরও বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এই পরিসংখ্যান দেশের জন্য উদ্বেগজনক, কারণ অল্প বয়সেই শিশুরা অনলাইনে বিষাক্ত কনটেন্ট, বুলিং, অনুপযুক্ত ভিডিও এবং মানসিক চাপের সম্মুখীন হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে তাদের স্বাভাবিক শৈশব, শিক্ষাজীবন এবং মানসিক স্বাস্থ্যে।ডেনমার্কের ডিজিটাল মন্ত্রণালয় অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে একটি ছাড় রেখেছে। কোনো সন্তানের বাবা-মা যদি চান, তবে দুবছর আগে অর্থাৎ সন্তানের বয়স ১৩ বছর হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিবন্ধনের অনুমতি দিতে পারবে।মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ শিশুদের বিশ্রাম, খেলা এবং ব্যক্তিগত বিকাশের জন্য আরও সময় দেবে। এখনো এই নিয়মটি পরিকল্পনার স্তরে আছে এবং ঠিক কোন কোন প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করা হবে, তা নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, এটি প্রধান ও বড় প্ল্যাটফর্মগুলোকে লক্ষ্য করবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com