Sharing is caring!

মুমিনুল হক আজ আইরিশদের বিপক্ষে দুর্দান্ত ইনিংসে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। আগের ছয় ইনিংসে সর্বোচ্চ রান ছিল মাত্র ৪৭, আর মাত্র একবারই পার করেছিলেন ত্রিশের ঘর। তবে আজ সিলেটের মাটিতে মুমিনুল ৭৫ বল খেলে ছক্কা মেরে নিজের ২৩তম ফিফটি পূর্ণ করলেন।মুমিনুলের ফর্ম ফেরার পাশাপাশি মাহমুদুল হাসান জয়ও দারুণ ব্যাটিং করছেন। ১৯০ বল খেলে জয় করেছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এই ইনিংসে তিনি খেলেছেন ৯টি চার ও একটি ছক্কা। বর্তমানে জয় অপরাজিত আছেন এবং মুমিনুল ৭০ রানে খেলছেন। এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩২১রান।মুমিনুলের সঙ্গে ওপেনার মাহমুদুল হাসান জয় মিলে ১ উইকেটে বাংলাদেশের বড় একটি জুটি গড়ে আয়ারল্যান্ডকে পেছনে ফেলে দিয়েছেন। ৭৭তম ওভারের তৃতীয় বলে মুমিনুলের এক সিঙ্গেল নিয়ে বাংলাদেশ পেয়েছে লিড। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের স্কোর ছিল ২৮৬ রান।বাংলাদেশের সামনে এখন ভালো অবস্থান এবং দলটা লিড নিয়ে টিকে আছে, যা মুমিনুলের আত্মবিশ্বাসপূর্ণ ইনিংস এবং জয়-সাদমানের জুটির ফলাফল।জয়-সাদমান ইসলামের ওপেনিং জুটিটি গত দশকে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি হিসেবে উল্লেখযোগ্য; তারা ১৬৮ রান তুলেছিলেন। তবে বাঁ-হাতি স্পিনার ম্যাথু হামপ্রিসের একটি কুশীলবী ডেলিভারিতে সাদমান ৮০ রান করে আউট হন।
৪৩ পড়েছেন