
বাংলাদেশ সীমান্তের কাছে সামরিক ঘাঁটি নির্মাণের খবরের রেশ কাটতে না কাটতেই এবার চীনের সীমান্তবর্তী হিমালয়ের দুর্গম পার্বত্য অঞ্চল লাদাখে নতুন এক বিমানঘাঁটির ভিত্তি স্থাপন করেছে ভারত। খবর রয়টার্সের।বুধবার (১২ নভেম্বর) ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ. পি. সিং নির্মাণাধীন ঘাঁটিটি পরিদর্শন করতে আসেন। নির্মাণাধীন নতুন এই বিমানঘাঁটি সম্পর্কে আরও তথ্য জানতে রয়টার্স ভারতীয় বিমানবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো কর্মকর্তা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মুধ-নিওমা এলাকায় নির্মাণ করা হচ্ছে এই কৌশলগত স্থাপনাটি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট উচ্চতায় নির্মিত এই স্থাপনাটি হবে দেশের সবচেয়ে উঁচু বিমানঘাঁটি। তবে এই নির্মাণকাজ এমন এক সময়ে শুরু হলো, যখন চীন ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক নতুন করে শুরু হয়েছে।তবে ভারতীয় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলেছেন, নির্মাণাধীন নতুন বিমানঘাঁটির যুদ্ধবিমান অপারেশন পরিচালনা করার মতো সক্ষমতা থাকবে। আমাদের দুই শত্রুর (পাকিস্তান ও চীন) জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠবে এই ঘাঁটি।২০২০ সালে লাদাখের গালাওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতের তিক্ত স্মৃতি আজও অম্লান ভারতের। পুরোনো তিক্ততা পেছনে ফেলে ভারত ও চীন কূটনৈতিক সম্পর্ক শুরু করলেও, এই নতুন সামরিক নির্মাণ প্রমাণ করে—নয়াদিল্লি এখনও বেইজিংয়ের ওপর সম্পূর্ণ আস্থা আনতে পারেনি, বরং নিজেদের হিমালয়-দুর্গকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com