
সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নুর হোসেন বলেছেন, মাঠই তরুণসমাজের শক্তি, উৎসাহ ও ইতিবাচক পরিবর্তনের মূল উৎস। মাছিমপুর প্রিমিয়ার লীগ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি তরুণদের মাদক ও নেতিবাচক দিক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় আগানোর একটি মঞ্চ। নিয়মিত এ ধরনের আয়োজন তরুণদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বদানের ক্ষমতা বাড়ায়। আমাদের সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের খেলা আয়োজনের মধ্যে থেকেই ভালো খেলোয়াড়রা বেরিয়ে আসে। এক সময় তারা জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করে দেশের সুনাম অর্জন করে। তেমনি নিজেকেও বিশ্বের দরবারে পরিচিত করে তোলে। তিনি মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের নেতৃবৃন্দকে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা ধন্যবাদ জানান।
তিনি শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর মাছিমপুরস্থ ক্রীড়া কমপ্লেক্স মাঠে মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে মাছিমপুর প্রিমিয়ার লীগ (সিজন-৫) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাছিমপুর এলাকার মুরব্বি হাজী মাসুক আহমদ, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও এইডেড হাই স্কুল অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খালেদ আহমেদ, মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের সিনিয়র সদস্য আব্বাস আহমদ হুসেন আহমদ, মিসবাহ আহমদ, মাসুদ করিম বাপ্পি, মোহাম্মদ মুমিন আহমদ, মুকসিদুল ইসলাম, জামাল পাশা, জমজম বাদশাহ, সোহেল আহমদ, হাছান আহমদ, কয়েস আহমেদ, ওয়াকিল, মামুন, রিপন, শিহাব, হাসান, খাব্বির আহমদ, রিমন, হেলাল আহমদ,। সমাজসেবক সঞ্জয় সিংহ ও তারেক আহমেদ, এমাদ আহমেদ,প্রমুখ। ফাইনাল খেলায় মাছিমপুর রাইজিং স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাছিমপুর পাওয়ার হিটার্স।
এসময় মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে সাবেক খেলোয়াড়দের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com