
আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে ‘আফতাব রিজিওনাল মিট’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ নভেম্বর) সিলেটে সিইও মাহাবুবুর রহমান সরকার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল এই অঞ্চলের ডিলার ও খামারিদের জন্য গুণগত মানসম্মত ফিড নিশ্চিত করা যা একই সাথে এন্টিবায়োটিক ও হরমোনমুক্ত নিরাপদ ফিড।তাঁর সুনির্দিষ্ট লক্ষ্য ছিল: স্থানীয় পরিবেশকদের সাথে নিয়ে খামারিদের সরাসরি সহায়তা এবং দেশের অর্থনীতিকে গতিশীল করা।অপারেশন; দাউদ হেলাল ফাহিম-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।কর্মসূচি সফলভাবে এগিয়ে নিতে আফতাব-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এজিএম টেকনিকাল সেলস (ফিশ); সাব্বির আনোয়ার, নিউট্রিশনিস্ট: সৈয়দ আকাশ, সিলেটের আরএসএম মো: জাকির হোসেন সহ সিলেট সেলস টিম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com