• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেই হযরত শাহজালাল রহ এর মাজার করলেন-ব্যারিস্টার এম এ সালাম

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫
সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেই হযরত শাহজালাল রহ এর মাজার করলেন-ব্যারিস্টার এম এ সালাম

Sharing is caring!

সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেই হযরত শাহজালাল রহ এর মাজার জিয়ারত ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।ব্যারিস্টার সালাম বলেন, তারেক রহমানের নির্দেশে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বর্তমান সরকারকে জনগণের ভাষা এবং চাওয়াকে প্রাধান্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।রবিবার বেলা ৪ টায় মাজার প্রাঙ্গনে আয়োজিত এই কর্মসূচীতে সিলেট ৩ আসনের অন্তর্গত বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার সালাম বলেন, তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন।সিলেট ৩ আসনের অন্তর্গত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও সিটি করেপারেশেনের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মাজার এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন তিনি।

৩৪ পড়েছেন