• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হতাশায় যে ভুল করেছিলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৫
হতাশায় যে ভুল করেছিলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম

Sharing is caring!

আউট হওয়ার হতাশায় যে ভুল করেছিলেন, তারই শাস্তি পেলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম।আইসিসি বাবরকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে এবং তার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে। গত ২৪ মাসে এটাই তার প্রথম অপরাধ। আইসিসির আচরণবিধির লেভেল-১, অনুচ্ছেদ ২.২ অনুযায়ী, খেলার পোশাক, সরঞ্জাম বা মাঠের যেকোনো স্থাপনার অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ।২১তম ওভারে জেফ্রি ভ্যান্ডারসের এক ইনসুইং ডেলিভারি বাবরের ব্যাট-প্যাডের ফাঁক গলে গিয়ে আঘাত হানে অফস্টাম্পে। আউট হওয়ার পর মাঠ ছাড়ার মুহূর্তে ক্ষোভ সামলাতে না পেরে বাবর ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। আচরণবিধি ভঙ্গের সেই ঘটনাকে lightly নেননি কর্মকর্তারা।শাস্তির ঘটনা বাদ দিলে পুরো সিরিজটি অসাধারণ কেটেছে বাবরের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করতে বড় অবদান রাখেন তিনি। ফখর জামানের সঙ্গে যৌথভাবে করেন ১৬৫ রান। যার মধ্যে দ্বিতীয় ম্যাচে আসে তার বহু প্রতীক্ষিত সেঞ্চুরি ক্যারিয়ারের ২০তম এবং তিন সংস্করণ মিলিয়ে ৮০৭ দিন পর পাওয়া শতক।এই অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রশিদ রিয়াজ। তাদের সঙ্গে ছিলেন তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি। পরে ম্যাচ রেফারি আলী নাকভির দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আলাদা শুনানির প্রয়োজন হয়নি।পাকিস্তানের এই সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তৃতীয় ম্যাচের সেই ক্ষণিক উত্তেজনা বাবরের জন্য শাস্তি ডেকে এনেছে।

৪২ পড়েছেন