• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজার উপজেলর বাঁশ ঝাড়ের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় শটগান উদ্ধার

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৫
বিয়ানীবাজার উপজেলর বাঁশ ঝাড়ের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় শটগান উদ্ধার

Sharing is caring!

সিলেটের বিয়ানীবাজার উপজেলর বাঁশ ঝাড়ের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২ বোর শটগান উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ১টি শটগান উদ্ধার করা হয়।র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন লাউতা ইউনিয়নের জলডোপ কালিবহর এলাকায় বাঁশ ঝাড়ের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি শটগান উদ্ধার করে। প্রাথমিক পর্যালোচনায় জানা যায় এটি একটি দেশীয় ১২ বোর শটগান। সহজে বহন এবং নাশকতার কাজে ব্যবহারের জন্য এটিকে এয়ারগান থেকে ১২ বোর কার্টিজ ফায়ারের উপযুক্ত করা হয়। বর্তমানে এটি সচল রয়েছে।র‌্যাব আরও জানায়, গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখের পর থেকে অদ্যবধি র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ২৪টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ম্যাগাজিন ৪টি, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে যা সর্বমহলে প্রসংশিত হয়েছে এবং সিলেট বিভাগীয় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্রটি জিডি মূলে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।’ তিনি বলেন, ‘দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

৪৩ পড়েছেন