
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠে নামলে ফুটবল বিশ্বজুড়ে তৈরি হয় আলাদা উত্তেজনা। আবেগ, রোমাঞ্চ আর তীব্র লড়াই সব মিলিয়ে এই দ্বৈরথ যেন ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উৎসব। চলতি মাসেই আবারও মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তির নারী অনূর্ধ্ব-২০ দল।২০২৪ সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠে ইতিহাস গড়ে আর্জেন্টিনা। সেই সাফল্যের ধারাবাহিকতায় দলটি প্রস্তুতি নিচ্ছে আগামী দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের জন্য, যা অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ২৮ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের ভেন্যু এখনো নির্ধারণ হয়নি।দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির এই লড়াই ঘিরে সমর্থকদের মাঝে ইতোমধ্যেই আগ্রহ চরমে। আর্জেন্টিনা-ব্রাজিল (নভেম্বর ২৬) ব্রাজিল-প্যারাগুয়ে (নভেম্বর ২৯) আর্জেন্টিনা-প্যারাগুয়ে (ডিসেম্বর ১)।প্রস্তুতি পর্বের অংশ হিসেবে আর্জেন্টিনা নারী দল আগামী সপ্তাহে নিজস্ব লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং কমপ্লেক্সে ব্রাজিল ও প্যারাগুয়েকে নিয়ে তিন জাতির একটি প্রীতি টুর্নামেন্ট খেলবে। সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com