
দলমত শ্রেণি ধর্ম নির্বিশেষে সবাই দোয়া করছেন আপোষহীন এ নেত্রীর জন্য। বাদ যাননি শোবিজ তারকারা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি খলেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন।এদিকে কনকচাঁপার ফেসবুকে দেওয়া দুই পোস্ট ঘিরে চলছে বেশ আলোচনা। একটিতে তিনি উল্লেখ করেছেন, দেশজুড়ে খালেদা জিয়ার রয়েছে কোটি কোটি সন্তান।সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তির জন্য দেশজুড়ে চলছে দোয়া ও মাহফিল।সোমবার (১ ডিসেম্বর) এক সংক্ষিপ্ত পোস্টে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কনকচাঁপা জানান, ফি আমানিল্লাহ্! দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। আল্লাহ্র বিশেষ রহমত প্রার্থনা করছি! সবাই দোয়া করুন।তার পোস্টের পরেই অনেকে খালেদা জিয়ার জন্য দোয়া জানিয়ে মন্তব্য করেছেন।এর কয়েক দিন আগে দীর্ঘ এক স্ট্যাটাসে- খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ব্যক্তিগত সংগ্রাম এবং কারাবাসের সময়কার নানা কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন কনকচাঁপা।খালেদা জিয়াকে দেশের গণতন্ত্রের ‘মা’ হিসেবে পরিচিত উল্লেখ করে সুদীর্ঘ নেক হায়াত কামনা করেন এবং দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপির ‘একটি সুন্দর বিজয়’ দেখার তৌফিক চেয়ে দোয়া করেন কনকচাঁপা।সেখানে কনকচাঁপা লেখেন, জিয়াউর রহমানের শাহাদাতের পর খুব অল্প বয়সে বৈধব্য বরণ করা, রাজনীতির চূড়ান্ত সময়কার গ্রেফতার, ‘মিথ্যা মামলায়’ কারাগার, স্লো পয়জনিংয়ের ভয়, মৃত্যুভয়- সবকিছুর মধ্যেই খালেদা জিয়া ছিলেন অবিচল ও সাহসী।স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন-, অসুস্থ সন্তানের কাছে যাওয়ার আকুতি থাকলেও দেশের মানুষের কথা ভেবে তা থেকে বিরত থাকা, গুরুতর অসুস্থতা সত্ত্বেও বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তাব গ্রহণ না করা- এসব বিষয়ও তাকে আপ্লুত করেছে। কনকচাঁপার ভাষায়, তিনি তো শুধু তার সন্তানের মা নন, সারা দেশজুড়েই কোটি কোটি সন্তান তার।শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল, ওমর সানী, তমালিকা কর্মকার, রুকাইয়া জাহান চমক, কণ্ঠশিল্পী আসিফ আকবর খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পোস্ট করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com