
সিলেটের মোগলাবাজার থানা পুলিশের দ্রুত ও সফল অভিযানে মাত্র ২৪ ঘন্টার মধ্যে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় লুট হওয়া প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনা সূত্রে জানা যায়, ০১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ রাত ৩টা ১৫ মিনিটে সিলেট–ফেঞ্চুগঞ্জ রোডে লালমাটিয়া, রয়েল সিটি আবাসিক এলাকা সংলগ্ন স্থানে একটি সাদা নোহা ও আরেকটি প্রাইভেটকার কাভার্ড ভ্যানটিকে ব্যারিকেড দেয়। এরপর ৬–৭ জন সশস্ত্র ডাকাত ভ্যানের চালক ও হেলপারকে মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে কনটেইনার খুলে প্রায় ২০ লাখ টাকার মালামাল ও তাদের মোবাইল ফোন লুট করে দ্রুত সিলেট শহরের দিকে পালিয়ে যায়।ঘটনার পর মোগলাবাজার থানায় ডাকাতি মামলা (মামলা নং ০১/১৫২, ধারা ৩৯৫/৩৯৭) রুজু করা হয়।মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামছুল হাবিব এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী তোবারক হোসেন তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একের পর এক অভিযান পরিচালনা করেন।রাত ৩:১০ ঘটিকায় পশ্চিমভাগ আবাসিক এলাকা থেকে সাকেল আহমদ (৩৩) গ্রেফতার করা হয় ।তার জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাত ৩:৪০ ঘটিকায় পূর্ব শ্রীরামপুর এলাকা থেকে আক্তার হোসেন (৩৪) ও রিহাদ আহমেদকে (৩৭) গ্রেফতার হয় ।গ্রেফতারের পর তিনজনই উপস্থিত লোকজনের সামনে ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।ভোর ৫:৪৫ মিনিটে আসামি রিহাদ আহমেদের দেখানো মতে তার বাড়ির সীমানা প্রাচীরের ভেতরে কচুর ঝোপের মধ্যে লুকানো ০৩টি সাদা প্লাস্টিকের বস্তা, ০২টি কালো পলিথিন বস্তা ও ০২টি কার্টুনে থাকা ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতার তিনজনই একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা সিলেট মহানগরসহ বিভিন্ন এলাকায় নিয়মিত ডাকাতি করে আসছিল।আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com