
জনপ্রিয়তা পেয়েছেন কৌতুকাভিনেতা কপিল শর্মা। হাস্যরসের বাইরে তার ভেতরে লুকিয়ে থাকা নায়কসত্তা যেন পর্দা কাঁপিয়ে দিচ্ছে। ‘কিস কিসকো প্যায়ার করু’র সিক্যুয়েল- এই নতুন ছবিতেই চারজন নায়িকাকে প্রেমে মাতিয়ে রাখবেন তিনি। টিজার-ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের কৌতূহল, এত নায়িকাদের সঙ্গে রোমান্স কপিলের মনে কি স্ত্রীর ভয় নেই? প্রশ্নটা যেন ঝড় তুলে সোশ্যাল মিডিয়ায়। আর অবশেষে সেই রহস্যের তালা ভাঙলেন কপিল শর্মা নিজেই।সত্যি কি সেটে গিয়ে কপিলের ওপর কড়া নজর রাখেন স্ত্রী চাতার্থ? এ প্রসঙ্গে কপিল বলেন, আমি যেদিন ভোপালে হিরা ওয়ারিনার সঙ্গে একটি রোমান্টিক গানের শুটিং করছিলাম, সেদিন গিন্নি সেটে উপস্থিত ছিল। পরিচালক যখন আমাকে নায়িকার চোখে চোখ রাখতে বলেন আর চুলে বিলি কেটে দিতে বলেন, আমি তখন দেখছি গিন্নি পেছন থেকে দাঁড়িয়ে সবটা পরখ করছে। খুবই মুশকিল ওর সামনে অন্য নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া। সত্যিই ভয়ে আমার হাত কাঁপে। আর আমি যদি এই অভিযোগ নিয়ে ওর কাছে যাই, তখন সে বলে, তোমার এত চিন্তা কীসের, তুমি তো বিষয়টা উপভোগই করছ।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কপিল যখন ক্যামেরার সামনে অন্য অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ হন তখন নাকি স্ত্রী চাতার্থ সেদিকে কড়া নজর রাখেন। সম্প্রতি ভারতীয় সিং এবং হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে কথোপকথনের সময়ে দাম্পত্য রসায়ন নিয়ে মুখ খুলেছিলেন কপিল স্ত্রী। সেখানেই কৌতুকাভিনেতার স্ত্রীকে জিজ্ঞেস করা হয়, কপিল যখন অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হন তখন কী মনে হয়? প্রত্যুত্তরে কপিলের স্ত্রী বলেন, ‘একদম সহ্য হয় না। ভীষণ হিংসে হয়।’ পাশে বসে থাকা কপিল তখন শুটিংয়ের এক ঘটনার কথা মনে করান।কপিলের এমন রসিক মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় পড়ে যায় হাসির রোল।উল্লেখ্য, কপিল শর্মার নতুন ছবি ‘কিস কিসকো প্যায়ার করু ২’ মুক্তি পাচ্ছে ১২ ডিসেম্বর।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com