
কোম্পানীগঞ্জে এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে জানা গেছে। ওই শিশুর বয়স ছয় বছর। যৌন নিপীড়নের সময় শিশুর চিৎকার শুনে এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন। বর্তমানে শিশুটি কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।আটককৃত যুবকের নাম দেলোয়ার হোসেন ওরফে আব্দুর মছাব্বির ওরফে মনা (২১)। তিনি সিলেটের সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ডাকঘর গ্রামের ফখরুল আলমের ছেলে।বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘শিশু নিপীড়নের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই ওই শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত যুবককে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ডাকঘর গ্রামে বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মনা ছয় বছরের এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর নির্জন স্থানে যৌন নির্যাতনের চেষ্টা করে মনা। শিশুটির চিৎকার-চেচামেচি করলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এবং এই সময় যৌন নির্যাতনের ঘটনায় স্থানীয় এলাকাবাসী দেলোয়ার হোসেন ওরফে আব্দুর মছাব্বির ওরফে মনাকে আটক করে থানা পুলিশের কাছে সৌপর্দ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com