Sharing is caring!

বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট সদরের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল আড়াই টায় সংগঠনের ২নং সেডে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। হাজী ফরিদুর রহমানের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম মান্নার পরিচালনায় সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে হাজী ফরিদুর রহমানকে আহবায়ক ও হাজী মুহিবুর রহমান জিলুকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আবু হায়দার। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম মান্না ও আব্দুল মুকিত।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত এক সাধারণ সভায় সিলেট সদর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়।
৩৪ পড়েছেন