
সুন্নতে খৎনা অনুষ্ঠানে ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন।শনিবার (১৩ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি সংযোগ সেতুর এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহতরা হলেন—ধোপাকান্দি গ্রামের লিটন শেখ, হিরন শেখ, আবুল হাসান শেখ, মিজানুর শেখ ও খাঞ্জাপুর গ্রামের সাইফুল মোল্লা, মাহাবুব মোল্লাসহ ১০ জন।মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ জানায়, শুক্রবার রাতে ধোপাকান্দি গ্রামের ইনান শেখের বাড়িতে তার ছেলে আবুল আসাদ শেখের (৭) সুন্নতে খৎনার অনুষ্ঠান চলছিল। এ সময় পাশের খাঞ্জাপুর গ্রামের পলাশ মোল্যার ছেলে নাজিম মোল্লা মোবাইলে অনুষ্ঠানের ভিডিও ধারণ করছিল। তখন ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে ইনান শেখের বাড়ির লোকজনের সঙ্গে নাজিম মোল্লার বাকবিতণ্ডা হয়। পরে এ ঘটনার সূত্র ধরে শনিবার সকালে ইনান শেখের বাড়ির লোকজন উজানী বাজারে আসলে খাঞ্জাপুর গ্রামের লোকজনের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com