Sharing is caring!

আবহমান বাংলার শিখরছুঁয়া চিরাচরিত ঐতিহ্য ও জাতীয় চেতনাকে হৃদয়ে ধারণ করে ১৫ই ডিসেম্বর নবান্ন উৎসব এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে দুদিনব্যাপী অনুষ্ঠানে গতকাল ১৫ ডিসেম্বর সোমবার পিঠা উৎসবের আয়োজন করে লালা বাজার টেংরা বিশ্বনাথ উপজেলার আল-মুসিম স্কুল এন্ড কলেজ।উনুনের আঁচ আর মা-মাসির আদর মিশে সৃষ্টি হয় আমাদের বাহারি পিঠা-পুলি। নবান্নের উৎসবকে প্রাণবন্তে মুখরিত করতে বেলে ১টায় উদ্বোধনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। বিমল করের নির্দেশনা ও গ্রন্থনায় শ্রুতি সরকারের সঞ্চালনায় একক ও দলগত আবৃত্তি পরিবেশন করেন বিমল কর, প্রিয়াশ্রী কর পিউ, পুনম কর পূজা, শ্রেয়া সরকার ও শ্রুতি সরকার।
৩ পড়েছেন