
গাছপালার শাখা প্রশাখা কাটার জন্য বুধবার (১৭ ডিসেম্বর) সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না।সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৭টার থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি মুক্তিরচর ফিডারের আওতাধীন কুশিঘাট, সোনাপুর নয়াবস্তী, শাহপরাণ হাউজিং, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, আমদরপুর ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।সাটডাউন চলাকালীন নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে।তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সার্বিক সহয়োগীতা চেয়েছেন।নির্ধাতির সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com