
নিষিদ্ধ ছাত্রলীগের পৌর কমিটির সাবেক সভাপতি আশরাফুল আলম সাকেল (৩২) সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে বিভিন্ন সময় আত্মগোপনে থাকিাবস্থায় তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত অপর দু’জন হলেন আওয়ামী লীগ নেতা চারখাইয়ের বেলাল আহমদ (৪৫) ও কুড়ারবাজারের আলী আহমদ (৫০)। এই মামলার বাদী দুবাগের তাজিম চৌধুরী। ৫ আগস্টের ঘটনায় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে পুলিশ জানায়। সাকেলের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী একটি হত্যা মামলা রয়েছে।বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামীদের আইনী প্রক্রিয়া শেষে যথাযথ আদালতে সোপর্দ করা হয়েছে।জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকেলের বিরুদ্ধে চিনি ছিনতাই মামলায় গ্রেফতারী পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com