
জৈন্তাপুর থেকে আবুল বাশার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।তিনি জানান, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিযে পর্যটকবাহী বাসগাড়ী তল্লাসীর সময় ১১০ পিস ভারতীয় কম্বলসহ বাশারকে আটক করা হয়।তিনি নারায়নগঞ্জের ফতুল্লা থানার ভুইগড় কুতুবপুর গ্রামের আব্দুস সাত্তার হাওলাদারের ছেলে।আটক বাশারকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা ) মো. মাহবুবুর রহমান মোল্লা।
একই সময়ে পর্যটকবাহী অপর একটি বাস তল্লাশী করে ১০৭ পিস ভারতীয় কম্বল আটক করা হয়। তবে এর মালিক কৌশলে পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com