
শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে গভীর শোক জানিয়ে তার অসমাপ্ত স্বপ্ন ও কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এক যৌথ বিবৃতিতে নেতারা বলেন, হাদি একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন এবং সেই লক্ষ্য পূরণে তার শুরু করা লড়াইকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়াই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা।গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ, এলডিপি ও ১২ দলীয় জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাদিকে নতুন প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেন।বিবৃতিতে রাজনৈতিক নেতারা উল্লেখ করেন, শরিফ ওসমান হাদি কেবল একজন সংগঠক ছিলেন না, বরং তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার রাজনৈতিক লক্ষ্য ছিল একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটানো।নেতারা বলেন, “ওসমান হাদি যে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন দেখতেন, দল-মত-ধর্ম নির্বিশেষে সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার লড়াই আমাদের জারি রাখতে হবে।নেতৃবৃন্দ আরও বলেন, শহীদ ওসমান হাদি আজীবন একটি দেশপ্রেমিক ও অকুতোভয় প্রজন্মের প্রতিনিধিত্ব করেছেন। তার এই অসমাপ্ত সংগ্রামকে সফল করতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান দেশের শীর্ষ এই রাজনৈতিক নেতৃবৃন্দ।হাদির মৃত্যুর পর বিভিন্ন স্থানে ঘটা বিশৃঙ্খলা ও হামলার নিন্দা জানিয়ে নেতারা বলেন, মব উসকে দিয়ে দেশ অস্থিতিশীল করা হাদির আদর্শের পরিপন্থী। তার লক্ষ্য ছিল একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড নয়। হাদির শুরু করা গণতান্ত্রিক সংস্কারের কাজকে কোনো গোষ্ঠী যেন ভিন্ন খাতে নিতে না পারে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।বিবৃতিতে স্বাক্ষরকারী নেতারা হলেনজাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও গণতান্ত্রিক সংস্কার জোটের মুখপাত্র নাহিদ ইসলাম, ভাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, গণফোরাম সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com