• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫
এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

Sharing is caring!

এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সারভান সরদার (৩৫) নামে একজন নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।বুধবার (১০ সেস্টেম্বর) সকাল ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সারভান সরদার মারা যান। গুরুতর আহত বায়জীদ সরদারকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক।কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে স্থানীয় বায়জীদ সরদার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। মঙ্গলবার গভীর রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সরদার গ্রুপের সারভান সরদারসহ উভয় গ্রুপের অন্তত ৭ জন আহত হয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, নিহত সারভান সরদারের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

পড়েছেন