• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশকে নিয়ে অশ্বিনের মন্তব্যে উঠেছে তীব্র আলোচনা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫
বাংলাদেশকে নিয়ে অশ্বিনের মন্তব্যে উঠেছে তীব্র আলোচনা

Sharing is caring!

ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মন্তব্যে উঠেছে তীব্র আলোচনা। তার মতে, এই টুর্নামেন্টে ভারতের সমকক্ষ কোনো দলই নেই। বিশেষ করে বাংলাদেশকে নিয়ে তিনি খোলাখুলিভাবে অবহেলার সুরে মন্তব্য করেন।অশ্বিন বলেন, আমরা তো এমনকি বাংলাদেশকে নিয়ে কথাই বলিনি। কারণ তাদেরকে নিয়ে কথা বলার কিছু নেই। এই দলগুলো ভারতের সঙ্গে লড়াই করবে কীভাবে?টি-টোয়েন্টিতে আফগানিস্তানের উন্নতির প্রশংসা করলেও ব্যাটিং শক্তির ঘাটতির দিক তুলে ধরেন তিনি। অশ্বিনের দাবি, ভারত যদি ১৭০+ রান করে, আফগানিস্তান সেটা তাড়া করতে পারবে এটা প্রায় অসম্ভব।এশিয়া কাপকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন অশ্বিন। তার মতে, আফ্রো-এশিয়া কাপ করলে অন্তত প্রতিযোগিতা বাড়বে। এমনকি তিনি ব্যঙ্গ করে বলেন, ভারতের ‘এ’ দলকেও খেলানো যেতে পারে যাতে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়।ক্রিকেটপ্রেমীদের মধ্যে অশ্বিনের এই মন্তব্য নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা একে ‘অবমূল্যায়ন’ হিসেবে দেখছেন।অশ্বিনের মতে, ভারত ছাড়া অন্য কোনো দলের শিরোপা জয়ের সম্ভাবনা খুবই কম। তবে তিনি চান অন্য কোনো দল চ্যাম্পিয়ন হোক, যাতে প্রতিযোগিতার আমেজ ফিরে আসে। তার বিশ্লেষণ অনুযায়ী, ভারতকে হারাতে হলে প্রতিপক্ষকে দুর্দান্ত বোলিং করে তাদের ১৫৫ রানের নিচে আটকে রাখতে হবে এবং সহজভাবে রান তাড়া করতে হবে।

পড়েছেন