• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিয়াইন নদীতে এক পর্যটক নিখোঁজ হয়েছেন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫
পিয়াইন নদীতে এক পর্যটক নিখোঁজ হয়েছেন

Sharing is caring!

জাফলংয়ের পিয়াইন নদীতে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ হওয়া ওই ব্যক্তির নাম আবু সুফিয়ান (২৬)। তিনি গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে এবং পেশায় একজন কম্পিউটার মেকানিক।বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চলছে। সুফিয়ানের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) সুফিয়ানসহ আটজন বন্ধু সিলেটের জাফলংয়ে ঘুরতে আসেন। বিকেলের দিকে তারা সবাই পিয়াইন নদীতে সাঁতার কাটতে নামলে তীব্র স্রোতের কবলে পড়ে সুফিয়ান পানিতে তলিয়ে যান। তার বন্ধু রাসেল আহমদ জানান, তাদের মধ্যে বাকিরা পাড়ে উঠতে সক্ষম হলেও সুফিয়ান স্রোতে পড়ে পানিতে তলিয়ে যায় আর উঠতে পারে নি। খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ সুফিয়ানের কোনো সন্ধান পাওয়া যায়নি এবং উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।এর আগে গত ২৫ জুলাই জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছিলেন। পরে ২৭ জুলাই সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

পড়েছেন