• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারের এক ক্ষুদে শিক্ষার্থী পানিতে তলিয়ে গেলো

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫
বিয়ানীবাজারের এক ক্ষুদে শিক্ষার্থী পানিতে তলিয়ে গেলো

Sharing is caring!

পানিতে তলিয়ে গেলো বিয়ানীবাজারের এক ক্ষুদে শিক্ষার্থী। পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাজেদ আহমদ।বিয়ানীবাজার পৌরশহরের পন্ডিত পাড়া গ্রামের ইমাম উদ্দিনের ছেলে।তরুণ এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। তাকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অবিভাবকদের মাঝে শোকের মাতম চলছে।জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আন্ত:ক্লাস সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে স্কুলের পাশে একটি পুকুরে মাজেদসহ অন্যান্যরা সাঁতারকাটা প্রতিযোগিতা করেন। সাঁতার কাটতে গিয়ে হাঁপিয়ে উঠলে নিরুকে ভাবে পানির নিচে একপর্যায়ে সে তলিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম উদ্দিন।

পড়েছেন