Sharing is caring!
টহল পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এএসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।আহতরা হলেন, মহেশখালী থানার এএসআই সেলিম উদ্দিন, কনস্টেবল মো. সোহেল এবং আরও এক পুলিশ সদস্য। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ী ইউনিয়নের কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার মীর আকতার কোম্পানি ব্রিজ-সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, সশস্ত্র অবস্থানে থাকা একদল সন্দেহভাজনকে ধাওয়া দিলে তারা অতর্কিত গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা অবস্থান নিলে গুলি ছুড়তে ছুড়তে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় পুলিশের তিনজন সদস্য গুলিবিদ্ধ হন।আরও জানান, দুর্বৃত্তদের ধরতে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে এলাকায় অভিযান চলছে।
৫ পড়েছেন