• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ওস্তাদ হোসেইন আলী স্মৃতি পরিষদের সম্মাননা প্রদান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৫
ওস্তাদ হোসেইন আলী স্মৃতি পরিষদের সম্মাননা প্রদান

Sharing is caring!

সিলেটে সংগীতাঙ্গণে বিশেষ অবদান রাখায় ওস্তাদ হোসেইন আলী’র হাতে গড়া সংগীত শিল্পীদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে ওস্তাদ হোসেইন আলী স্মৃতি পরিষদের পক্ষ থেকে ও নূপুর বেতার শ্রোতা ক্লাব এর সহযোগিতায় এ সম্মাননা প্রদান করা হয়।স্মৃতি পরিষদের সভাপতি কন্ঠশিল্পী তুহিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন শাবিপ্রবির বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ঠ লোক গবেষক অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য।বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খান ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট মামুন রশীদ।স্মৃতি সম্মাননাপ্রাপ্তদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন ওস্তাদ হোসেইন আলীর হাতে গড়া শিল্পী পূর্ণিমা দও ও সুবোধ রঞ্জন দাশ সবুজ।স্মৃতি পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক কন্ঠশিল্পী মাসুম সরকার ও সদস্য কন্ঠশিল্পী রিনিয়া’র যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নূপুর বেতার শ্রোতা ক্লাবের সহ সভাপতি কন্ঠ শিল্পী মাসুম জামান, সহ সভাপতি কন্ঠ শিল্পী অপু দাস, মহিলা সম্পাদক প্রবীন শিল্পী জুলেখা, সাংস্কৃতিক সম্পাদক কন্ঠশিল্পী ধীরজিং সিংহ, বিশিষ্ট সংগীত পরিচালক কে এইচ রিপন, বিশিষ্ট কবি মো. লাল, বিশিষ্ট গীতিকার বাহার উদ্দিন বাহার, কন্ঠ শিল্পী বকুল আকতার, কন্ঠ শিল্পী রিংকী, কন্ঠ শিল্পী মনজিল আহমদ ও হোসাইন আসমান প্রমুখ।

পড়েছেন