• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় কলেজের শিক্ষার্থী নিহত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫
মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় কলেজের শিক্ষার্থী নিহত

Sharing is caring!

কাভার্ডভ্যান চাপায় জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষার্থী ও ডিগ্রি পরীক্ষার্থীনী ফরিদা আক্তার (২২) নিহত ও ভাই ফরহাদ আহমদ (২৩) আহত হয়েছেন।

মৌলভীবাজারের জুড়ীতে ডিগ্রি পরীক্ষা দিয়ে ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঘটে ।সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জুড়ী-বড়লেখা সড়কের আমতৈল (চালবন) নামক স্থানে এ ঘটনাটি ঘটে।ফরিদা ও ফরহাদ পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের দোহালিয়া গ্রামের আব্দুল আহাদ ও আফিয়া বেগম দম্পতির সন্তান।স্বজনরা রাতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ জানান- ফরিদা আক্তার কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী। সোমবার নয়াবাজার মাদরাসা কেন্দ্রে পরীক্ষা শেষে বিকেলে তার ভাইয়ের সাথে মোটরসাইকেলে বাড়ি যাবার সময় আমতৈল এলাকায় তারা দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে প্রাথমিক চিকিৎসাদেন এবং সংকটাপন্ন অবস্থায় ফরিদাকে সিলেট প্রেরণ করেন।

৫৫ পড়েছেন