• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হাবিবুর

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫
জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হাবিবুর

Sharing is caring!

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ।

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথপুর থানার চিলাউরা ইউনিয়নের ভূরাখালী গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।বিদেশে বসবাস করলেও তিনি দীর্ঘদিন ধরে প্রবাসী সুনামগঞ্জবাসীদের কল্যাণে কাজ করে আসছেন। সামাজিক উন্নয়ন, শিক্ষা সহায়তা ও মানবিক কর্মকাণ্ডে তাঁর অবদান উল্লেখযোগ্য। সংগঠনের সদস্যরা আশা করছেন, তাঁর নেতৃত্বে ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যক্রম আরও বেগবান ও ফলপ্রসূ হবে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, বিশেষ অতিথি রুশনারা আলী এমপি, মেয়র পদপ্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম।অন্যান্য বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ‍্যমলেটস এর প্রাক্তন স্পিকার আহবাব মিয়া, কাউন্সিলর বদরুল ইসলাম, কাউন্সিলর ফয়জুর রহমান, প্রাক্তন চেয়ারম্যান আরমান আলী।নবনির্বাচিত কমিটি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক প্রাক্তন কাউন্সিলর রুহুল আমিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ইয়াসিন (সুমন), সিনিয়র ভাইস চেয়ারম্যান কাইয়ুম মিয়া।সংগঠনের সদস‍্য এবং আমন্ত্রিত অতিথিরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং সংগঠনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

৬৩ পড়েছেন