• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সুপার ফোরে হাত মেলায় নি ভারত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৫
সুপার ফোরে হাত মেলায় নি ভারত

Sharing is caring!

গ্রুপ পর্বে টসের সময় পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিং রুমে চলে গিয়েছেন সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটাররা হাত মেলাতে গেলে ড্রেসিং রুমে দরজা অফ করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। যা নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে।ধারণা করা হচ্ছিল সুপার ফোরে হাত মেলাতে পারে ভারত। কিন্তু এমনটা ঘটেনি। রোববার (২১ সেপ্টেম্বর) টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। এরপর ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর প্রশ্নের জবাব দিয়েই ড্রেসিং রুমে চলে যান তিনি।এ সময় পাশে দাঁড়িয়ে থাকা পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি সূর্যকুমারকে। সালমান আলীও চুপছিলেন, পরে রবি শাস্ত্রীর প্রশ্নের জবাব দিতে এগিয়ে আসেন তিনি।আইসিসির সিইও সংযোগ গুপ্তের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির বৈঠক হয়েছে। এরপর পাকিস্তান অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠক করেছেন নাকভি।  সেখানেই পাকিস্তানি ক্রিকেটারদের হাত না মেলানোর পরামর্শ দেওয়া হয়েছে।যদি আগেই জানা গিয়েছিল এই ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর পরামর্শ দিয়েছে আইসিসি। আইসিসির এই নির্দেশ মেনে নিয়েছে পাকিস্তান।

৩৯ পড়েছেন