Sharing is caring!
অভিযান চালিয়েছে যৌথবাহিনী হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এসময় বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের ডাটা এন্ট্রি এন্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগমসহ ৩ জনের নামে নিয়মিত মামলা দায়েরর নির্দেশ দেয়া হয়েছে।বুধবার সকাল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শহরের নং পুল এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইকুল ইসলাম বলেন, নিয়মিত মামলা দায়েরের পর তদন্তে আরো কারো নাম আসলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।জানা যায়- হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি দীর্ঘদিন যাবত অনিয়ম দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছ। টাকা ছাড়া এই অফিসে কোন ধরণের সেবাই মিলে না। টাকা দিলে সবই মিলে এইখানে দীর্ঘ দিন যাবত এমন অভিযোগ ভুক্তভোগীদের। মাঝেমধ্যে অফিসটিতে অভিযান চালানো হলেও ধরা পড়ে চুনোপুটিরা। তবে সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায় রাগব বোয়ালরা। বিষয়টি নজরে আসে সেনাবাহিনীর। এরই প্রেক্ষিতে বুধবার দিনভর অভিযান চালানো হয়। অভিযানকালে অফিসের ডাটা এন্ট্রি এন্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, কর্মচারি উসমান গনি ও উমেশ পালকে আটক করা হয়।পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইকুল ইসলাম তাদেরকে সাজা দেয়ার বিধান না থাকায় হবিগঞ্জ সদর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন।
৬১ পড়েছেন