• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পাথারিয়া নতুন জামে মসজিদের তহবিল আত্মসাৎ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৫
পাথারিয়া নতুন জামে মসজিদের তহবিল আত্মসাৎ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

Sharing is caring!

শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া নতুন জামে মসজিদের তহবিল আত্মসাৎ করার অভিযোগে স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের জনগণ আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানববন্ধন করেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মানববন্ধন মসজিদের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন— মসজিদের প্রাক্তন ইমাম মাওলানা জয়নুল ইসলাম, মুতাওয়াল্লি ইজাজুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি তারা মিয়া, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, শামসুল ইসলাম ও মনির হোসেন।এ সময় উপস্থিত ছিলেন—ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, নুর মিয়া, মোশাহিদ মিয়া, সবদুল মিয়া, মতি মিয়া, হাফিজ উল্লাহ, রইস আলী, হাবিবুর রহমানসহ অনেকে।মানববন্ধনে বক্তারা জানান, শামসুল ইসলাম রাজা ২০২২ সালে দলীয় প্রভাব খাটিয়ে মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে মসজিদের তহবিলের সাত লক্ষাধিক টাকা নিজের কাছে রেখে দেন তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মসজিদের তহবিল ফেরত না দিয়ে যুক্তরাজ্যে পলায়ন করেন। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে একাধিকবার টাকা ফেরত দেওয়ার জন্য যোগাযোগ করা হলেও তিনি নানা অজুহাত দেখান।বক্তারা আরও বলেন, মসজিদের তহবিল আত্মসাৎ হওয়ায় ইমাম-মুয়াজ্জিনদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে। মসজিদের বাউন্ডারি দেওয়াল ধসে পড়লেও সংস্কার করা যাচ্ছে না, এছাড়া অর্থের অভাবে মসজিদে প্রবেশের রাস্তা ও অন্যান্য সংস্কার কাজও করা সম্ভব হচ্ছে না।শামসুল ইসলাম রাজা ২০২১ সালে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করায় অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

৫০ পড়েছেন