Sharing is caring!
জালালাবাদ ইমাম সমিতি সিলেট মহানগর কমিটির নির্বাহী পরিষদের সভা গত ২ অক্টোরব নগরীর জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জালালাবাদ ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুফতি রশিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তাগণ বলেন, দীর্ঘ দিন থেকে ফিলিস্তিনের গাজায় ইসরাঈলের আগ্রাসনের কারণে মানবাধিকারের চরম সংকট সৃষ্টি হয়েছে, সেখানকার মানুষ অনাহারে মৃত্যুবরণ করছে, এ অবস্থায় ত্রাণবাহী নওবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়ে সন্ত্রাসী ইসরাঈল মানবাধিকার লঙ্ঘনের সকল সীমা ছাড়িয়ে গেছে। বক্তাগণ ইসরাঈলী আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিন ও গাজার পাশে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বকে আহবান জানিয়েছেন।
সভায় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিলেট মহানগর শাখার সহ সভাপতি আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা মুফতি সালেহ আহমদ, বিশিষ্ট শায়খুল হাদিস মুফতি মাওলানা শহিদুল ইসলাম, মহানগর সহ সাধারণ সম্পাদক, মাওলানা হাফিজ ইবরাহীম আলী, মাওলানা শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মাহফুজ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক, হাফিজ মাওলানা আব্দুল হামীদ, মাওলানা এহসানুল হক জুনেদ, অর্থ সম্পাদক মাওলানা লুকমান আহমদ, সহ অর্থ সম্পাদক মাওলানা বাহাউদ্দিন আরমান, প্রচার সম্পাদক মাওলানা ফজল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আলমামুন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইসমত উল্লাহ প্রমুখ।
২৬ পড়েছেন